শুক্রবার ১০ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Sumit | ২৭ মার্চ ২০২৪ ১৩ : ৪৭Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রীর ফোনের পরেই বিতর্ক দূরে সরিয়ে রেখা পাত্রকে ঘিরে উচ্ছ্বাসে ভাসল সন্দেশখালি। বসিরহাট লোকসভা কেন্দ্রে এবারবিজেপির প্রার্থী সন্দেশখালির আন্দোলনকারী রেখা পাত্র। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর বুধবারই প্রথম সন্দেশখালিতে এলেন রেখা পাত্র। তাঁকে ঘিরে আনন্দে মেতে ওঠেন বাসিন্দারা। প্রসঙ্গত, বছরের শুরু থেকেই উত্তাল বাংলার সন্দেশখালি। কেউ কেউ বলছেন, ভোটের আগে সিঙ্গুর, নন্দীগ্রাম, লালগড়ের মতোই বড় ফ্যাক্টর হয়ে উঠে আসছে সন্দেশখালি। রাজনীতিতে জলঘোলা হয়েছে বিস্তর, জেলে গিয়েছে অভিযুক্তরা। আপাতত পরিস্থিতি ঠান্ডা হলেও এই সন্দেশখালিকেই পয়েন্ট ধরে এগোচ্ছে গেরুয়া শিবির, আর তার প্রমাণ বসিরহাটের বিজেপি প্রার্থী। তৃণমূলের পোড় খাওয়া হাজি নুরুল ইসলামের বিপরীতে বিজেপি প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে দিয়েছে সন্দেশখালির ৭ নম্বর মাঝের পাড়ার রেখা পাত্রকে। তবে প্রধানমন্ত্রী ফোন আসার পর কিছুটা হলেও মনোবল ফিরে পেয়েছেন বিজেপির এই প্রার্থী।